হেল-ভোল হার্ট-জেলিনস্কী বিক্রিয়া কী?

                হেল-ভোল হার্ট-জেলিনস্কী বিক্রিয়া


 alpha-হাইড্রোজেনযুক্ত কার্বক্সিলিক এসিডকে উত্তপ্ত অবস্থায় বা সূর্যালোকের উপস্থিতিতে হ্যালোজেনের
(Cl/Br2) সংস্পর্শে আনলে সংশ্লিষ্ট এসিডের  alpha-হাইড্রোজেনগুলো পর্যায়ক্রমে হ্যালোজেন (Cl/Br2)
দ্বারা প্রতিস্থাপিত হয়ে alpha-হ্যালোজিনো কার্বোক্সিলিক এসিড গঠন করে। এ বিক্রিয়াকে হেল-ভোল
হাট জেলিনস্কী বিক্রিয়া বলে। লাল ফসফরাসের উপস্থিতিতে এ প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে থাকে।
যেমন— লোহিত ফসফরাসের উপস্থিতিতে ফুটন্ত CH3COOH-এর ভিতর দিয়ে Cl2 গ্যাস চালনা
করলে যথাক্রমে 2-ক্লোরোইথানয়িক এসিড, 2,2–ডাইক্লোরো ইথানয়িক এসিড এবং 2, 2, 2
ট্রাইক্লোরো ইথানয়িক এসিড উৎপন্ন করে।




No comments

Powered by Blogger.