রসায়ন ২য় পত্র(২ অধ্যায় জৈব রসায়ন ) | ২য় অধ্যায় ঙ্গানমুলক প্রশ্ন ও উত্তর | Chemistry short question answers in bangla
২য় অধ্যায় ঙ্গানমুলক প্রশ্ন ও উত্তর:
রসায়ন ২য় পত্র(২ অধ্যায় জৈব রসায়ন
)
১. পেপটাইড বন্ধন কাকে বলে ?
উত্তর:
আমিনো এসিডের মধ্যে ঘনীভবন বিক্রিয়ার ফলে সৃষ্ট
–CO-NH- বন্ধনকে পেপটাইড বন্ধন বলে।
২. কাযকরিমুলক কাকে বলে ?
উত্তর: কাযকরিমুলক হলো ঐ যৌগের অনুস্থিত পরমাণু বা মুলক,
যা্ ঐ জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রন
করে েএবং সমগোত্রীয় শ্রেণীর সব সমগোত্রকের ক্ষেত্রে অনুরুপ বিক্রিয়া প্রদশন করে।
৩. ইলেকট্রোফাইল কাকে বলে ?
উত্তর: ইলেকট্রন স্বল্প যেসব বিকারকের ইলেক্ট্রনের প্রতি
প্রবল আকষী বিকারক বা্ ইলেকট্রোফইল বলে।
৪. এনানসিওমার কাকে বলে ?
উত্তর: যে আলোক সমাণুদ্বয় এক সমতলীয় আলোর তলকে একই আবতন
কোণে পরষ্পর বিপরীত দিকে আবতন করে এবং তাদের সমমোলার মিশ্রনের আবতন মাত্রা প্রশমিত
হয়ে শুন্য হয়ে যায় সেগুলেঅই পরষ্পরের এনানসিওমার।
৫. রেসিমিক মিশ্রণ
কাকে বলে ?
উত্তর: দুটি এনানসিওমার সমাণুর সমতুল বা সমপরিমাণ মিশ্রণকে
রেসিমিক মিশ্রণ বলে।
৬.নিউক্লিওফাইল কাকে বলে ?
উত্তর: যে সকল বিকারক নিউক্লিয়াসের প্রতি আকষণ অনুভব করে তাদেরকে নিউক্লিওফাইল বলে।
৭.মুক্তমুলক কী ?
উত্তর: সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে উঃপন্ন বিজোড়
ইলেক্ট্রনযুক্ত পরমাণু বা মুলককে মুক্ত রেডিকেল বলে।
৮. কাবানায়ন কাকে বলে ?
উত্তর: কোনো জৈব
পদাথের অণুতে সমযোজী বন্ধনের বিষম ভাঙনের ফলে সৃষ্ট ঋণাত্নক চাজ যুক্ত কাবন পরমাণুবিশিষ্ট আয়নকে কাবানায়ন বলে।
৯.প্যারাসিটামল এর গাঠনিক সংকেত লিখ ।
উত্তর: প্যারাসিটামল এর গাঠনিক সংকেত হলো:
১০.টটোমারিতা কী ?
উত্তর: একই আণবিক সংকেতের দুটি কাযকারী মূলকের মধ্যে গতিশীল
সাম্যাবস্থা বিরাজ করতে দেখা গেলে বিষয়টিকে টটোমারিতা বলে।
১১.কাইরাল কাবন কাকে বলে ?
উত্তর: জৈব যৌগের অণুর ক্ষেত্রে কাবন পরমাণুর সাথে চারটি
পরষ্পর সম্পুণ ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকলে ঐ কাবনকে কাইরাণ কাবন বলে।
১২.ক্যাটেনেশন কী ?
উত্তর:
কাবনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট-বড়
বিভিন্ন আকার ও আকৃতির দীঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাই কাবনের ক্যাটেশন।
১৩.ডেটলের সংকেত কী ?
উত্তর: ডেটলের রাসায়নিক সংকেত- (C8H9ClO).
১৪.
টেফলন
কী ?
টেফলন হলো টেট্রাফ্লোরো ইথিলিন হতে যুত পলিমারকরণ প্রক্রিয়ায়
উঃপন্ন পলিমার পলিটেট্রাফ্লোরো ইথিলিন।
১৫.প্লাস্টিসিটি কী ?
উত্তর:
প্লাস্টিক
জাতীয় পদাথের উপর বল প্রয়োগ করলে আকারের বিকৃতি ঘটে আবার বলের অপসারণ ঘটলে পুনরায় পূবের অবস্থায় ফিরে আসে, প্লাস্টিকের
এ ধমই প্লাস্টিসিটি।
১৬.লুকাস বিকারক কী ?
উত্তর:
গাঢ় HCl এসিডে অনাদ্র জিংক ক্লোরাইড (ZnCl2) এর দ্রবণই লুকাস বিকারক।
১৭. প্যারাফিন কী ?
উত্তর:
স্বল্প আসক্তিবিশিষ্ট হাইড্রোকাবনসমূহকেই প্যারাফিন বলে।
১৮. ক্লোরোজাইলিনল এর সংকেত কী ?
উত্তর:
C8H9ClO
১৯. ইনসুলেটর কী ?
উত্তর:
যে সকল পদাথের যোজন ইলেক্টন সংখ্যা ৪ এর বেশি তাদেরকে ইনসুলেটর বলে।
২০.গ্লাইকোসাইডিক বন্ধন কী ?
উত্তর:
মনোস্যাকারাইড অণুগুলো যে বন্ধনের মাধ্যমে পরষ্পর ুযুক্ত হয়ে বৃহদাকার অণু গঠন করে,
তাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে।
২১.হাকেল নিয়ম কী ?
উত্তর:
হাকেল নিয়মটি হলো আ্যরোমেটিক যৌগের অণুতে (4n+2 ) সংখ্যক পাই ইলেক্ট্রন থাকে; যেখানে
n=0,1,2,3,……….পূণ সংখ্যা ।
২২.জুইটার আয়ন কী ?
উত্তর:
যদি কোনো যৌগের একই অণুতে ধনাত্নক ও ঋণাত্নক
বিদ্যু চাজ বিরাজ করে তবে ঐ আয়নই জুইটার আয়ন।
২৩. হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কী ?
উত্তর:
যে বিক্রিয়ায় মূল আমাইডের কাবন সংখ্যার চেয়ে উঃপাদিত আ্যামিনের কাবন সংখ্যা হ্রাস পায়,
সে বিক্রিয়াকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলে।
২৪. ফরমালিন কী ?
উত্তর:
মিথান্যালের (30-40%)
জলীয় দ্রবণই ফরমালিন
২৫. কাবলিক এসিডের সংকেত কী ?
উত্তর:
C6H5 –OH
২৬.ঘনীভবন পলিমার কাকে বলে ?
উত্তর:
যে
পলিমারকরণ বিাক্রিয়ায় দুই বা ততোধিক কাযকরী মূলকযুক্ত অনু পরষ্পর যুক্ত হয়ে পানি বা
আমোনিয়া বা কাবন ডাইঅক্সাইড ইত্যাদি অপসারণের মাধ্যমে উচ্চ আণবিক ভরবিশিষ্ট যৌগ গঠন
করে তাকে ঘনীভবন পলিমারকরণ বলে।
২৭. ফসজিন গ্যাসের সংকেত কী ?
উত্তর:
-COCl2 ।
Also check
Medical Admission Combine Question And Answers
Electro Chemistry Chapter solution
Chemistry short question answers in bangla
Chemistry short question answers for 2nd
paper
Chemistry short question answers for 2nd
paper 2nd chapter
Chemistry short question answers pdf file download
Chemistry short question answers PDF file download
Chemistry short question answers download
Chemistry short question answers
Roshayon short question
